মরদেহটি গলে পচে গেছে বলে জানান ওসি।
Published : 01 Jul 2024, 06:17 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আখিরা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের জামদানী ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায় বলে সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান।
নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ওসি শফিকুল বলেন, সকালে ওই এলাকায় আখিরা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
“লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি গলে পচে গেছে। ”
পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।