বিক্ষুব্ধ জনতা ওই নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।
Published : 08 Nov 2024, 01:08 AM
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ছাত্রদের মিছিলে হামলার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে আদালত থেকে কারাগারে নেওয়ার হামলার ঘটনা ঘটেছে।
এ সময় বিক্ষুব্ধ জনতা ওই নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর এস এম সুলতান মাহমুদ জানান।
কারাগারে যাওয়া মনিরুল ইসলাম মীম (২৬) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানউল্লাহ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি অফিসে আগুন, ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় করা মামলায় বুধবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সন্ধ্যার দিকে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় হামলার ঘটনা ঘটে।
পরে পুলিশ তাকে আদালতের ভেতরে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান ওসি।
কোর্ট ইন্সপেক্টর সুলতান মাহমুদ বলেন, মীমের ওপর হামলার খবর পেয়ে সেনা সদস্যরা এসে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন।
বিএনপি কার্যালয়ে আগুন: মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা রংপুরে গ্রেপ্তার