নির্বাচনের আগে আমেরিকার সক্রিয়তা ষড়যন্ত্রের অংশ: মেনন

মেনন বলেন, “আগে নিজেদের গণতন্ত্র ঠিক করুন, তারপর পরমর্শ দেন।”

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 07:23 PM
Updated : 25 May 2023, 07:23 PM

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমেরিকার সক্রিয়তাকে ষড়যন্ত্র মনে করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

তিনি বলেছেন, “বাংলাদেশে নির্বাচন এলেই আমেরিকান প্রশাসন তৎপর হয়ে ওঠে। কেনো তাদের এই সক্রিয়তা? আমরা তো তাদের গণতন্ত্র নিয়ে কথা বলি না।” 

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের মধুখালি ঈদগাহ ময়দানে উপজেলা কৃষক সমিতির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

মেনন বলেন, “আগে নিজেদের গণতন্ত্র ঠিক করুন, তারপর পরমর্শ দেন।” 

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধীতা করেছেন, সপ্তম নৌবহর পাঠিয়েছেন। তখনও আমরা রুখে দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে এনেছি। আপনারা আবারও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আপনাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে, নতুন করে হত্যা, কু’র ষড়যন্ত্র করবেন না।” 

তিনি বলেন, “আমরা তো আপনাদের নির্বাচন নিয়ে কথা বলতে যাই না। আপনাদের বর্তমান নির্বাচিত সরকারকে এখনও ট্রাম্প মেনে নেননি। এ নিয়ে আদালতে মামলা চলছে। আপনারা আমাদের নির্বাচন নিয়ে না ভেবে আপনাদের নির্বাচন নিয়ে ভাবেন।” 

গণসমাবেশে মধুখালি উপজেলা কৃষক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান মল্লিক, সদস্য জ্যোতি সংকর ঝন্টু, ওয়ার্কার্স পার্টির মধুখালি উপজেলার সম্পাদক আবু সাঈদ মিয়া, পাবনা জেলার সভাপতি জাকির হোসেন, কৃষক সমিতি রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা সভাপতি সোলেমান আলী দলু, সাধারণ সম্পাদক অরুন কান্তি। 

গণসমাবেশে পাটের দাম ৬ হাজার টাকা ও আখের দাম ৩০০ টাকা মণ, চিনিকলকে আধুনিকীকরণ ও বহুমুখিকরণ করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, চাল-ডাল-তেল সহ নিত্যপণ্যের দাম কমানো, অবিলম্বে সারা দেশে রেশনিং ব্যবস্থা চালু করা, সার, বীজ, কিটনাশকের দাম কমানোসহ ১৩ দফা দাবি বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।