পুলিশ জানায়, সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 17 Feb 2025, 04:07 PM
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী এবং আড়ানি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, রোববার দুপুরে রাজশাহী মহানগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
তিনি বলেন, দেশের পট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা, মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
“গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে চলে যান। ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয় ।”
সোমবার ওই সব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।