কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ; এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলীর আকতার হোসেনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় বলে ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলাম তারিক জানান।
তারা হলেন- টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প ২১-এর ব্লক এ/৫-এর মৃত ওসমানের ছেলে মোহাম্মদ আলী (২১) এবং উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আয়েশা সিদ্দিকা (২০)।
এ সময় আটক তিনজন হলেন- টেকনাফের চাকমারকুল ক্যাম্প ২১-এর ব্লক এ / ৬-এর মো. দেলোয়ার হোসেন (২২), উপজেলার বড়ইতলী গ্রামের আকতার হোসেন (৩৫) এবং আনোয়ার হোসেন (৩২)।
এপিবিএন অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। কয়েকজন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য আকতার হোসেনের বাড়িতে আটকে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।