সিলেটে অনুশীলনের সময় গুলিতে বিজিবি সদস্য নিহত

২০১২ সালে বিজিবিতে সৈনিক পদে যোগ দেন নিশান।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 11:04 AM
Updated : 14 August 2022, 11:04 AM

সিলেটের জকিগঞ্জ সীমান্তের ক্যাম্পে অনুশীলনের সময় গুলিতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার সকালে বিজিবি-১৯ ব্যাটালিয়নের আয়ুরগ্রাম বিওপিতে এ ঘটনা ঘটে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার আসাদুন্নবী।

নিহত সিপাহী নিশান ভৌমিক (২৯) নোয়াখালী জেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তিনি সিগন্যালম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।

২০১২ সালে বিজিবিতে সৈনিক পদে যোগ দেন নিশান। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, সকালে আয়ুরগ্রাম বিওপিতে অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক।

গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার অবস্থার অবনতি হলে নিকটস্থ গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

সেখানে আনুমানিক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।