পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
Published : 01 Feb 2024, 05:43 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।
এ ধাপের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন চাকরিপ্রত্যাশী।
তিন বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।
বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজ, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্যাগ, ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা করা যাবে না।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে পরীক্ষা হবে। গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।