এই দুটি ইউনিট থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হত।
Published : 19 Feb 2025, 09:08 PM
যান্ত্রিক ত্রুটির কারণে এবার দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বুধবার বলেন, বয়লারের পাইপে লিকেজের কারণে চার দিনের ব্যবধানে ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের উৎপাদন করে দেওয়া হয়েছে। ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।
তবে কবে নাগাদ কেন্দ্রটি উৎপাদনে যেতে পারবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি প্রকৌশলী।
ত্রুটির কারণে ৩ নম্বর ইউনিটটি ১৫ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ১ নম্বর ইউনিটটি মঙ্গলবার বিকালে বন্ধ করে দেওয়া হয়। এই দুটি ইউনিট থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হত।
১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি বড় ধরনের ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকেই বন্ধ আছে।
চার দিনের ব্যবধানের এক নম্বর ও তিন নম্বর ইউনিট বন্ধের পর এখন এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরো বন্ধ রয়েছে।
৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।