আগামী ৪ মে থেকে রেলের নতুন ভাড়া কার্যকর হবে জানিয়েছেন জিল্লুল হাকিম।
Published : 23 Apr 2024, 11:03 PM
রেলের ভাড়া বাড়ছে না; শুধু ভর্তুকি প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
মঙ্গলবার বিকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ৪ মে থেকে নতুন ভাড়া কার্যকর হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, “আমরা যাত্রীদের যে ভর্তুকি দিয়ে থাকি সেটি ঈদের আগে প্রত্যাহার না করার কথা বলেছিলাম। আমরা কথা রেখেছি। ঈদের পরে ভর্তুকি প্রত্যাহার করছি।
“১০০ কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়ছে না। আমরা দূরত্বের ওপর যে ভর্তুকি দিতাম তা প্রত্যাহার করছি। এটা ভাড়া বৃদ্ধি না।”
১৫ থেকে ২০ বছরের মধ্যে রেলের ভাড়া বৃদ্ধি হয়নি দাবি করে সংসদ সদস্য জিল্লুল হাকিম বলেন, “আমরা রেলের ভাড়া বৃদ্ধির চেষ্টা করছি না। তবে রেলের ভাড়া বৃদ্ধি করা উচিত। প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই মুহূর্তে জনগণের ওপর কোনো চাপ দেওয়া যাবে না।’
সেই কারণে শুধু ভর্তুকি প্রত্যাহার করছি; আসলে ভাড়া বৃদ্ধি হয়নি। ভর্তুকি প্রত্যাহারের কারণে যতটুকু বাড়বে সেটিও ১০০ কিলোমিটার পর থেকে। এটা সবাইকেই মেনে নিতে হবে।”
রাজবাড়ী চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভোমিক এবং রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী উপস্থিত ছিলেন।