পুলিশ জানায়, এটি কোনো এক পুরুষের বাম পা।
Published : 08 Sep 2024, 12:50 AM
সিলেটে রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় থাকা একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগানের পাশ থেকে পা টি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান।
ওসি বলেন, “সড়কের পাশেই বস্তাটি পড়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর একটি পা পায়। এটি কোনো এক পুরুষের বাম পা; বয়স ৫০ ওপরে হবে।
“প্রাথামিকভাবে পুলিশ ধারণা করছে, অন্য কোথাও কেটে পা-টি এখানে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।”