১৪ বছর আগে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
Published : 05 Nov 2024, 06:21 PM
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার তপন সিংহ জানান।
যাবজ্জীবন সাজা পেয়েছেন-বানিয়াচং উপজেলায় চণ্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস।
এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন-পরিমলের ভাই রথীন্দ্র বিশ্বাস।
পরিমলকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আর রথীন্দ্রকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; অনাদায়ে তাকে ভোগ করতে হবে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
পেশকার তপন সিংহ বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বরাতে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান বলেন, চণ্ডীপুর গ্রামের লাল মোহন বিশ্বাসের ছেলে রঞ্জু বিশ্বাসের সঙ্গে পরিমল ও তার ভাই রথীন্দ্রর পূর্ব বিরোধ ছিল।
এর জেরে ২০১০ সালের ২২ মার্চ তারা রঞ্জুকে কুপিয়ে হত্যা করেন।
পরে এ ঘটনায় নিহত রঞ্জুর বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে একই বছরের ৮ জুন পুলিশ অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত। পরে এ মামলায় দশজনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানান হাবিবুর।