“সহকারী অধ্যাপক তারিকুল মারা যাওয়ার পরও কেউ টের না পাওয়ায় তার দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়।”
Published : 27 Sep 2024, 03:09 PM
ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাতে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
নিহত তারিকুল আলম নোমান (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার মৃত তাহির উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ মেডিকেলের পুলিশ ক্যাম্পের এসআই শফিক উদ্দিন বলেন, “সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান বৃহস্পতিবার মধ্যরাতের দিকে হাসপাতালে অপারেশন শেষে নিজ বাসায় ফিরেন।
“বাসার একটি রুমে তিনি একা ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মোবাইল চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
এসআই শফিক আরও বলেন, “সহকারী অধ্যাপক তারিকুল মারা যাওয়ার পরও কেউ টের না পাওয়ায় তার দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়।
“পরে ফজরের সময় রুম থেকে পোড়া গন্ধ আসে। তখন পরিবারের লোকজন দরজা খুলে তাকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”
ওসি (তদন্ত) সাইফুল বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করলে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।