কিছু চালকদের বেপরোয়াভাবে আগে যাওয়ার প্রতিযোগিতার কারণে যানজটের সৃষ্টি হয় বলে যাত্রী ও চালকরা জানান।
Published : 16 Jun 2024, 11:20 AM
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও উত্তরের পথে চিরচেনা সেই ভোগান্তি পিছু ছাড়ছে না।
ঈদুল আজহার আগের দিন রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে উত্তরের পথের যাত্রীদের।
বর্তমানে মহাসড়কের সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা পর্যন্ত ৮ কিলোমিটার অংশে গাড়ির ধীরগতি রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, রোববার ভোর ৫টা সকাল ৭টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে উত্তরবঙ্গগামী লেনে যানজট ছিল।
এই ১৩ কিলোমিটার সড়কে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখো মানুষের।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমেছে। এখন মহাসড়কের সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা পর্যন্ত সড়কে ৮ কিলোমিটারে গাড়ির চাপ রয়েছে।
এছাড়া ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের কোথাও কোথাও পরিবহনের ধীরগতি রয়েছে বলে জানান তিনি।
ঈদযাত্রায় অতিরিক্ত পরিবহনের চাপ, রাতে বঙ্গবন্ধু সেতুর উপর ফিটনেস বিহীন একাধিক গাড়ি বিকল হওয়া, সেতুতে টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়াভাবে আগে যাওয়ার প্রতিযোগিতার কারণে যানজটের সৃষ্টি হয় বলে যাত্রী, চালক ও সংশ্লিষ্টরদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এদিকে যানজটের কারণে ঈদে ঘরে ফেরা মানুষজনের ঈদ আনন্দ পথিই ম্লান হয়েছে।
বিশেষ করে গণপরিবহন না পেয়ে যারা খোলা গরুর ট্রাক ও পিকআপ ভ্যানে করে রওনা হয়েছনি যানজটে আটকে তাদের নাজেহাল হতে হয়েছে সবচাইতে বেশি।
শনিবার রাতেও জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই এসব বাহনে করে বাড়ির পথ ধরতে দেখা গেছে। তাদের মধ্যে শিশু ও নারীরাও ছিল।
ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতুর উপর পরিবহন বিকল হওয়ায় টোল আদায় ১০ মিনিট বন্ধ রাখা হয়। এ সময় মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছিল। এখন অবশ্য গাড়ির টান শুরু হয়েছে।