“ইজিবাইক চালক সোহেল উদ্দিন এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়।”
Published : 10 Mar 2025, 05:00 PM
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সোনার ১৫টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যান্ন্টে কর্নেল মো. আশরাফুল হক জানান, শনিবার সন্ধ্যা ৭টায় ঝাউডাঙ্গা সীমান্ত এলাকা থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
আটক মো. সোহেল উদ্দিন সাতক্ষীরার কলারোয়া থানার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল বলেন, “ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার করার গোপন সংবাদে সেখানে অবস্থান নেন বিজিবি। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি করা হয়।
“পরে সেটির সামনের অংশে স্কচটেপে মোড়ানা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।”
বিজিবিএ কর্মকর্তা বলেন, “ইজিবাইক চালক সোহেল উদ্দিন এই স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দ স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।”