“রাসেল কয়েকজন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে যান।”
Published : 23 Sep 2024, 12:24 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরে মাছ ধরে গিয়ে নিখোঁজ এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৭টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
মৃত মোহাম্মদ রাসেল (২০) বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রোববার সন্ধ্যা ৬টায় রাসেল স্থানীয় কয়েকজন জেলেকে নিয়ে হাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যান। এক পর্যায়ে তিনি স্রোতের টানে ভেসে যান। এ সময় বাকি জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।”
“সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের মৃতদেহের সন্ধান পান স্বজনরা। পরে তারা বিষয়টি থানায় অবহিত করেন। “
রাসেলের লাশ উদ্ধার নিজের বাড়িতে রাখা বলে জানান পুলিশের এ কর্মকর্তা।