৫ অগাস্ট প্রতিপক্ষের লোকজন ওই ব্যক্তির দোকান লুটপাট ও বাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানান ইউপি চেয়ারম্যান।
Published : 30 Sep 2024, 04:59 PM
বগুড়ার কাহালু উপজেলায় নিজ দোকানে এক মুদি ব্যবসায়ীর দুই পায়ের রগ ও গলাকেটে হত্যা করেছে একদল লোক।
রোববার রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার ওসি শাহিনুজ্জামান শাহীন।
সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আবদুল বাছেদ (৬০) ওই গ্রামের প্রয়াত বসারতুল্লাহর ছেলে। তিনি নিজ বাড়ির সামনে মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বাছেদের প্রতিবেশী ওয়াহেদ আলী জানান, রোববার রাত ৯টার দিকে বাছেদ কেনাবেচা শেষে দোকানে ঘুমিয়ে পড়েন। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানে ঢুকে গলায় রশি পেঁচিয়ে, দুপায়ের রগ ও গলাকেটে তাকে হত্যা করে ফেলে যায়।
সোমবার সকালে প্রতিবেশীরা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ বাছেদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বলে জানান তিনি।
নারহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বলেন, “দীর্ঘদিন ধরে বাছেদের ছেলে রোস্তমের সঙ্গে গ্রামের একটি পক্ষের বিরোধ চলে আসছিল। ৫ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সন্ধ্যার দিকে বাছেদের দোকান লুটপাট ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
“গ্রামবাসীদের ধারণা পূর্ব শত্রুতার জেরে বিরোধী পক্ষের লোকজন রোববার মধ্যরাতে তাকে হত্যা করেছে।”
ওসি শাহিনুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।