কলহ: স্ত্রীকে হাতুড়ির আঘাতে ‘খুন করে’ পালালো স্বামী

নিহতের হাত-পা বাঁধা এবং পুরো মুখমণ্ডল রক্তাক্ত ও থেতলানো ছিলো বলে প্রতিবেশীরা জানান তারা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 07:31 AM
Updated : 3 Feb 2023, 07:31 AM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কহলের জেরে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন তারা।

নিহত ৩২ বছর বয়সী আঁখি আক্তার ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের স্ত্রী এবং পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে৷

ঘটনার পর থেকে আঁখির স্বামী (৩৬) সাইদুল ইসলাম পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।

আঁখির বাবা ইব্রাহিম প্রধান বলেন, “স্থানীয়দের কাছে আমার মেয়েকে খুন করা হয়েছে খবর পাই৷ মেয়েটারে মাইরা কিছু রাখে নাই৷ সারা মুখে, শরীরে হাতুড়ি দিয়া পিটাইয়া শেষ কইরা ফেলছে৷ সন্তানগুলার কথাও একবার চিন্তা করে নাই৷”

প্রায় ১৫ বছর আগে বিয়ে পর থেকেই সাইদুল মেয়েকে মারধর করতো বলে অভিযোগ করেন তিনি।

নিহত আঁখির ঘরে অর্নব (১২) ও সিয়াম (১০) ও সাইফা (৪ মাস) নামে তিন সন্তান রয়েছে।

ছেলে অর্নব ও সিয়াম জানায়, রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মায়ের হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বাবা। পরে তারা চিৎকার শুরু করলে বাবা তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷

নিহতের প্রতিবেশীরা জানান, স্থানীয়রা আঁখিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পর থেকে সাইদুলকে আশেপাশে আর দেখা যায়নি৷

আঁখির হাত-পা বাঁধা এবং পুরো মুখমণ্ডল রক্তাক্ত ও থেতলানো ছিলো বলেও জানান তারা।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পরিদর্শক আহসান উল্লাহ জানান।

তিনি বলেন, মামলায় নিহতের স্বামীকে একমাত্র আসামি করা হয়েছে৷ ঘটনার পর থেকেই সে পলাতক৷ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ৷