কোস্ট গার্ড সদস্যদের দেখে পাচারকারীরা ট্রলার থেকে নদীতে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে যান।
Published : 06 Nov 2024, 06:16 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার ভোরে উপজেলার নাফ নদীর মোহনার পাশে গোলারচর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি জানান, ভোরে শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের মাঝামাঝি নাফ নদীর মোহনায় মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখে কোস্ট গার্ডের সদস্যরা থামার নির্দেশ দেন।
কোস্ট গার্ড সদস্যদের দেখে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে গোলারচরের দিকে যেতে থাকেন। এক পর্যায়ে ট্রলারটি তীরের কাছাকাছি পৌঁছালে দুই ব্যক্তি লাফ দিয়ে সাঁতরে পালিয়ে যান।
খন্দকার মুনিফ বলেন, পরে পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করা হয়। ট্রলার তল্লাশি করে পলিথিন দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়।
প্যাকেটতে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়; যার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা বলে জানায় কোস্ট গার্ড।
উদ্ধার করা মাদক টেকনাফ থানায় জমার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোস্ট গার্ডের খন্দকার মুনিফ।