অটোরিকশার আরো তিন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে আছেন বলে জানায় পুলিশ।
Published : 14 Mar 2025, 05:14 PM
পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শ্যালো ইঞ্জিচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান।
নিহতরা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার কৈজুড়ী শ্রীপুর গ্রামের মো. জামিলের ছেলে মো. আজিজুল হক (৪০) ও আজিজুলের তিন বছর বয়সি ছেলে আবু হুরাইরা।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইদুর রহমান বলেন, “অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। অন্যদিকে, নসিমনটি বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় অটোরিকশাটির সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাবা-ছেলে মারা যান বলে ওসি সাইদুর রহমান জানান।