“ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি।”
Published : 23 Aug 2024, 07:45 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গোপালগঞ্জের দুই শিক্ষার্থীর বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রিকান্দি গ্রামের মাহামুদ মোল্লার ছেলে নিহত সাবিদ মোল্লার বাড়িতে যান প্রিন্স। এর আগে সন্ধ্যায় যান একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের ছোট বর্ণগ্রামের স্বপন মুন্সির ছেলে আরাফাত মুন্সির বাড়িতে।
সাবিদ টঙ্গীর রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। প্রিন্স যখন তার নেতাকর্মীদের নিয়ে সাবিদের বাড়িতে যান, সেখানে এক শোকবহ পরিবেশ তৈরি হয়।
তখন সাবিদের কবরের আশপাশ বর্ষার পানিতে ডুবে ছিল। তাই তারা কবরের পাশে যেতে পারেননি। পরে বাড়ির আঙ্গিনায় শোকসভায় বক্তব্য দেন প্রিন্স।
তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি।”
দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে শহীদ ছাত্র-জনতার বাড়ি বাড়ি যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, “আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি; কবর জিয়ারত করছি। তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ছাত্র-জনতার পরিবারের জন্য আমরা প্রয়োজনীয় সব কিছুই করব।”
রাত ৯টার শোকসভার স্থানে ফাতেহা পাঠ করে সাবিদের জন্য দোয়া করা হয়। পরে বিএনপি নেতা প্রিন্স নিহত সাবিদের বাবা মাহামুদ মোল্লার হাতে অনুদানের টাকা তুলে দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির এ নেতা যান নিহত আরাফাতের বাড়িতে।
সেখানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে আরাফাতের কবর জিয়ারত করেন; ফাতেহা পাঠ করে দোয়া করেন।
আরাফাতের বাবা স্বপন মুন্সি পেশায় দিনমজুর; মা মায়া বেগম কাজ করেন একটি পোশাক কারখানায়। তারা ঢাকার আশুলিয়ায় থাকেন। অষ্টম শ্রেণীর ছাত্র আরাফাত সেখানেই বার্ড স্কুল অ্যান্ড কলেজে পড়ত।
আরাফাতের বাবা-মাকে বাড়িতে না পেয়ে প্রিন্স কথা বলেন দাদা সাত্তার মুন্সির সঙ্গে। তিনি তার হাতেও আর্থিক অনুদানের টাকা তুলে দেন। পরে ওই বাড়িতে শোকসভায় বক্তব্য দেন।
একই দিন বিকালে মুকসুদপুর উপজেলার বরইতলয় এবং রাতে উজানী ইউনিয়নের বাসুদেবপুরে আরও একটি পথসভায় বক্তব্য দেন সালেহ প্রিন্স।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামানসহ গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর, কাাশয়ানী ও গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।