গাজীপুরে সাড়ে ৫ ঘণ্টার আগুনে পুড়ল ঝুটের গুদাম, দগ্ধ ১

আগুন নেভাতে গিয়ে স্থানীয়ে একটি প্রতিষ্ঠানের এক ব্যক্তির পায়ে সামান্য দগ্ধ হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2023, 06:37 PM
Updated : 28 Feb 2023, 06:37 PM

গাজীপুর নগরে ঝুট গুদামের আগুন সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকার এই ঝুট গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুন নেভাতে গিয়ে স্থানীয়ে একটি প্রতিষ্ঠানের এক ব্যক্তির পায়ে সামান্য দগ্ধ হয়েছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি, কাশিমপুর (ডিবিএল) মিনি ফায়ার স্টেশনের একটি, সারাবো ফায়ার স্টেশনের একটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে আরো দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত ১২টার দিকে আগুন নিভানো হয়।  

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা সম্ভব হয়নি। 

জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন বলেন, পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছু সময় লেগেছে। আগুনে বেশ কিছু ঝুট গুদাম পুড়ে গেছে। 

“আগুন নিভাতে গিয়ে স্থানীয় ‘ডিডি ক্লিন’ নামের এক প্রতিষ্ঠানের রাজন নামের এক ভলেন্টিয়ার পায়ে দগ্ধ হয়েছেন।” 

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।