বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Published : 06 Dec 2023, 09:51 AM
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফেনী জেলা সিনিয়র সহকারী জজ মো. নিজাম উদ্দীন এ নোটিশ দিয়েছেন।
চিঠিতে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সিনিয়র সহকারী জজ আদালত, ছাগলনাইয়া, ফেনী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৬ ফেনী-১ আসনে নৌকা মার্কার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
কারণ দর্শানোর নোটিশে জানান হয়, আলাউদ্দিন আহমেদ চৌধুরী গত ৩ ডিসেম্বর তার নির্বাচনী এলাকায় শতশত লোকজন নিয়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচারকার্য পরিচালনা করেন। পরদিন ৪ ডিসেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন ফেনীর স্থানীয় দুটি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছবিসহ ছাপা হয়।
এতে বিষয়টি 'নির্বাচন-পূর্ব অনিয়ম সংক্রান্ত অনুসন্ধান কমিটি'র দৃষ্টিগোচর হয়েছে।
এ ধরনের কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ৬ ও ১২ বিধি লঙ্ঘনের শামিল।
১২ ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।
এছাড়া ৬ (গ) ধারায় কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে সভা করতে চাইলে অন্তত ২৪ ঘণ্টা আগে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে।
তবে অনুসন্ধান কমিটির ব্যাখ্যা তলবের বিষয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম কমল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করার বিষয়টি অবগত হয়েছেন বলে জানান।
ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচনপূর্ব অনিয়ম নিষ্পত্তি করতে প্রতিটি আসনে একজন বিচারককে প্রধান করে নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখভাল করছেন।
তিনি আরও বলেন, ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে শোকজের আদেশের কপিটি মঙ্গলবার রাত পর্যন্ত তার হাতে এসে পৌঁছায়নি।
ফেনী-১ আসনে থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে জাসদের (ইনু) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার সংসদ সদস্য নির্বাচিত হন।