হাওরে বস্তাবন্দি লাশ, দেড় মাস আগে হত্যা বলছে পুলিশ

লাশটি গলে যাওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছে না। মাথার চুল দেখে লাশটি একজন পুরুষের বলে শনাক্ত করা গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2024, 12:37 PM
Updated : 1 Feb 2024, 12:37 PM

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মাখলাইন হাওর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে হাওরের নীলডোয়ার এলাকার ধনু নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান। 

নিহত ব্যক্তি মধ্য বয়সী বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায় নাই। 

ওসি বলেন, স্থানীয় জেলেরা বস্তাবন্দি লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। মরদেহটি গলে যাওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছে না। মাথার চুল দেখে সেটি একজন পুরুষের বলে শনাক্ত করা গেছে। 

“প্রায় দেড় মাস আগে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি হাওরে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।