বেগুন বোঝাই পিকআপটি উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুরগির খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
তিনি বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী মুরগির খাদ্যবাহী ট্রাকটি ওই এলাকায় পৌঁছালে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে ট্রাকটির সামনের কেবিন পুড়ে গেছে এবং গ্লাস ভেঙে গেছে। এ ঘটনার কিছুক্ষণ আগে মহাসড়কের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।