পুলিশ জানায়, সুহেদা ও মাজেদাসহ কয়েকজন শিশু বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নামে।
Published : 25 May 2024, 07:16 PM
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসলে নেমে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমীন।
নিহতরা হল- উপজেলার ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাছুদুল বলেন, সুহেদা ও মাজেদাসহ কয়েকজন শিশু বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। এ সময় পানির নিচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা।
“তখন অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করেন। পরে বিকাল তিনটার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ।”
এ ঘটনার খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।