শহরের রেল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা।
Published : 16 Jul 2024, 06:48 PM
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবিতে ফেনীতে বাম জোটের ডাকা মানববন্ধনে হামলা অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে বাসদ (মার্কসবাদী) ফেনী জেলার আহ্বায়ক জসিম উদ্দিন।
এদিকে বিকালে কোটাবিরোধী একটি পক্ষ শহরের রেল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা।
জসিম উদ্দিন বলেন, কোটা সংস্কারের দাবিতে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট।
“বক্তব্য চলাকালে ছাত্রলীগের ১৫ থেকে ১৬ যুবক মানববন্ধনে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়। হাতাহাতির একপর্যায়ে জোটের নেতাকর্মীদের মারধর করা হয়। হামলাকারীদের আঘাতে আমার নাক ফেটে গেছে”, বলেন তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন বাসদের (মার্কসবাদী) সদস্য নয়ন পাশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজনিন সুলতানা, সংগঠক মোবারক জামশেদ, নারী মুক্তি কেন্দ্রের সদস্য সুফিয়া আক্তার ডলি এবং সংগঠক রায়হানে কুমু।
হামলার অভিযোগ অস্বীকার করে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু বলেন, “হঠাৎ কিছু লোক শহীদ মিনারের সামনে জড়ো হয়ে কোটাবিরোধী আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। আমাদের ছেলেরা তাদের সরিয়ে দেয়।”
ফেনী মডেল থানার ওসি মো. রহুল আমিন বলেন, “বাম জোটের সমাবেশে হামলার বিষয়টি সঠিক নয়। দুপক্ষ মুখোমুখি হওয়ার সময় পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। কেউ আহত হয়নি।”
অপরদিকে ‘রাজাকারদের’ পক্ষে সাফাই ও আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।