আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 09 Jul 2024, 04:58 PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার হারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান।
নিহতরা হলেন, ওই উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) এবং নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)।
স্টেশন অফিসার দেলোয়ার বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিম ও আরিফুজ্জামান রাকিব মারা যায়। আহত হয় আরও দুইজন।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে জাহানারা বেগম ও এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন।”
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, দুইজনের লাশ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।