মুন্সীগঞ্জে বেপরোয়া গতির কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে ধারণা করছে পুলিশ।
Published : 01 Aug 2024, 09:15 PM
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অংশে পণ্য বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার দোগাছি ফুটওভার ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ।
নিহতরা হলেন- পিকআপ চালক পলাশ চন্দ্র দাস (২৪) এবং তার চাচাতো ভাই ও সহকারী জয় চন্দ্র দাস (২৫)। তারা নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে ঢাকা থেকে মাওয়াগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পিকআপ ভ্যানের ভেতরে আটকে থাকা চালক পলাশ চন্দ্র দাস ও জয় চন্দ্র দাসকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি কাঞ্চন কুমার সিংহ।
তিনি জানান, বেপরোয়া গতির কারণে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে দুপুরে দুজনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।