“প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।”
Published : 10 Mar 2024, 04:47 PM
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগুনে কয়েক বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া স্টেশনের সহকারী পরিচালক জানে আলম।
তিনি বলেন, দুপুরের দিকে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি উল্লেখ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, তবে অনেক পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা দাবি করেন, “আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।”
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, “ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।”