“আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি”, বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
Published : 04 Aug 2024, 09:05 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন টাঙ্গাইলে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলা হয়েছে সাবেক এক সংসদ সদস্যের গাড়িতেও।
এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। দোকানপাট বন্ধ রয়েছে। যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বটতলা ও সাবালিয়া এলাকার দিকে যাচ্ছিলেন।এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংর্ঘষে দুইজন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে আন্দোলনকারীরা শহরের বটতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের গাড়িতে আগুন দেয়।
একই এলাকায় সিএমবি সড়কে রাখা এক সাংবাদিকের মোটরসাইলেও আগুন দেওয়া হয়।
পরে আন্দোলনকারীরা শহরের আদালতপাড়া এলাকায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ৭টি মোটর সাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এছাড়া শহরের বিভিন্ন জায়গায় গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলছে।
কর্মসূচি চলাকালে পুলিশ, র্যাবসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, “আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”