খাগড়াছড়িতে কৃষক হত্যায় বাবা ও ৬ ছেলের যাবজ্জীবন

পিপি জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান বাবাসহ ছয় ছেলে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 11:32 AM
Updated : 29 May 2023, 11:32 AM

খাগড়াছড়িতে হত্যা মামলায় বাবা ও ছয় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন ছয় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কোঁসুলি (পিপি) বিধান কানুনগো।

দণ্ডিতরা হলেন- রামগড় উপজেলার লালছড়ির মিজানুর রহমান, তার ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, মো. হারুন, মো. রাসেল ও নুরুল আবছার।

তাদের মধ্যে আসামি মো. রাসেল পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে পিপি বিধান কানুনগো বলেন, দণ্ডিতদের সঙ্গে কৃষক নুরুল হক ওরফে হকি কোম্পানির জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় মিজানুর ও তার ছয় ছেলে।

এরপর স্থানীয়রা নুরুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আইনজীবী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরুন্নবী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেয়।

রায়ে আদালত বাবা ও ছয় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন কবির বলেন, “তারা ন্যায়বিচার পাননি। হাইকোর্টে আপিল করবো।”