‘চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০’ বাতিল, রাজা-হেডম্যান-কারবারি পদবি বিলোপ এবং ‘পাহাড়িদের অধিকার হরণের’ প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে ইউপিডিএফ।
Published : 13 May 2024, 07:52 PM
‘চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০’ বাতিল, রাজা-হেডম্যান-কারবারি পদবি বিলোপ এবং পাহাড়িদের ‘প্রথাগত অধিকার হরণের’ প্রতিবাদে বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা অপরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।
সোমবার এ দুই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের পর সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় বলে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা জানিয়েছেন।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী গণসংগঠন এবং সচেতন নাগরিক সমাজ ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করেছে।”
খাগড়াছড়িতে হওয়া সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণ তথা স্থায়ী বাসিন্দারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মাধ্যমে কিছুটা হলেও প্রথাগত অধিকার ভোগ করে আসছে। কিন্তু সরকার এই অধিকারকে সুরক্ষা না দিয়ে উল্টো আদালতের মাধ্যমে আইনটি বাতিল করে দেওয়ার ‘ষড়যন্ত্র’ করছে।
সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আইনটি না থাকলে রাজা হেডম্যান, কারবারি পদবিও বিলুপ্ত হয়ে যাবে, তাদের আর কোনো ক্ষমতা থাকবে না। তাই পার্বত্য চট্টগ্রামের জনগণ এ ‘ষড়যন্ত্র’ মেনে নেবে না; তারা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর, পানছড়ি বাজার, দীঘিনালা, মহালছড়ি, গুইমারা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড় এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি, কুদুকছড়ি, সাজেক, কাউখালি, নানিয়াচর ও লংগদুতে সমাবেশ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।