এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
Published : 11 Jul 2024, 07:43 PM
‘জমি সংক্রান্ত বিরোধের জেরে’ মাদারীপুরের কালকিনি উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ছয়জন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার এসআই মাহামুদ হাসান।
নিহত মো. সাজ্জাদ হোসেন (২৫) ওই এলাকার বাসিন্দা। তিনি সেনেটারি ব্যবসায়ী ছিলেন।
আহতরা হলেন- আসাদ হাওলাদার (৩৬), মনির হাওলাদার (৪৪), খলিল হাওলাদার (২৫), জাহানারা বেগম (৬০), কালু হাওলাদার (৫৩), স্বপন হাওলাদার (৬০)। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সঙ্গে একই গ্রামের কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধে চলে আসছিল। এরই জেরে দুপুরে উভয়পক্ষের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত ছয়জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে জানান এসআই মাহামুদ হাসান।