তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে, বলছে পুলিশ।
Published : 11 Mar 2025, 02:13 PM
কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাদের ডাকাত বলছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান সংবাদ সম্মেলনে জানান, আগের দিন সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকা এবং গৌরিপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মো. মামুন (৩৭) ও চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার মনসুরাবাদ গ্রামের মো. আরিফ (৩১)।
পুলিশ বলছে, আরিফ বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলার তুজুরভাঙ্গা এলাকায় ভাড়া থাকে। গ্রেপ্তার দুজনই সড়ক ও নৌ-ডাকাতির সঙ্গে জড়িত। আর মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
পুলিশ সুপার নাজির আহমেদ বলেন, “গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় দাউদকান্দি বিশ্বরোড এলাকার মোহন পাম্পের পাশ থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গৌরীপুর ইউনিয়ন চর চারুয়া গ্রামের তার বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করে পুলিশ।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, “আরও জিজ্ঞাসাবাদে মামুন তার বন্ধু আরিফের কাছে আরও একটি অস্ত্র রয়েছে বলে জানায়। পরে আরিফকে গৌরিপুর বাজার থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর আরিফের বাসায় তল্লাশি চালানো হলে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।”
তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সুপার নাজির আহমেদ জানান।