ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন জনতা।
Published : 02 Dec 2024, 11:49 PM
ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা এবং বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ভারতীয়দের বাংলাদেশবিরোধী স্লোগানের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন জনতা।
সোমবার রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহরের ট্রাংক রোড, দোয়েল চত্বর, প্রেসক্লাব, বড় মসজিদ ও মডেল থানা প্রদক্ষিণ করে। পরে খেজুর চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে হয়।
এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাগলনাইয়ার সমন্বয়ক নাঈম ফরায়জী, হেফাজত ইসলামের কর্মী রেদওয়ান উল্যাহ ইউসুফী, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাফিতুল ইসলাম রাতুল, শিক্ষার্থী মাহি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন, “ভারত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।”
সমাবেশে বক্তারা বলেন, কোনোভাবেই ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওয়তায় আনতে হবে। দেশে ইসকন নিষিদ্ধ করতে হবে।