টঙ্গীতে বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার মেজর পরিচয়ধারী ও দুই সহযোগী

পুলিশ জানায়, আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয় বাড়ির লোকজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 01:19 PM
Updated : 5 Feb 2023, 01:19 PM

গাজীপুরের টঙ্গীতে বিয়ে করতে গিয়ে র‌্যাবের মেজর পরিচায়ধারী ও তার দুই সহযোগী গ্রেপ্তার হয়েছেন।

রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান।

এর আগে গত শুক্রবার রাতে তাদের মেয়ের বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পাবনার সুজানগর উপজেলার মুজিবুর রহমানের ছেলে মো. রেজা ওরফে রেজাউল করিম ওরফে মাহবুব আলম ওরফে আপন (৪২), গাজীপুরের কাপাসিয়া উপজেলার কালিয়াবর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩০) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে মো. শাহরিয়ার আবির (২৫)।

পরে তাদের থেকে একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, র‌্যাবের ভুয়া আইডি কার্ড, ভুয়া এনআইডি কার্ডের ফটোকপি, দুইটি মোবাইল ফোন, একটি খয়েরি রংয়ের ছোট ব্যাগ, সিপিইউসহ একটি কম্পিউটার ও প্রিন্টার মেশিন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি আশরাফুল ইসলাম বলেন, টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় নাজু মিয়ার বাড়িতে র‌্যাবের মেজর পরিচয় দিতে বিয়ের কথাবার্তা বলতে যান মো. রেজা ও তার দুই সহযোগী।

সেখানে আচরণ ও কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে তাদের আটক করে পুলিশে খবর দেন নাজু মিয়ার বাড়ির ভাড়াটেরা।

“তারা দীর্ঘদিন ধরে টঙ্গীসহ আশপাশের এলাকায় নিজেদের পরিচয় গোপন রেখে সরকারি পদবী ও প্রতীক ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড করছিলেন।”

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।