দুই দিন ধরে বাজারে ৩৫ টাকা কেজির আলু ৪৫ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছিল।
Published : 15 Oct 2023, 05:09 PM
ফরিদপুরে হঠাৎ করে আলুর দাম বেড়ে যাওয়ায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে কেজি প্রতি আলুর দাম কমেছে পাঁচ টাকা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের হাজী শরিয়তুল্লাহ বাজারে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালান হয়।
সোহেল শেখ বলেন, গত দুই দিন ধরে বাজারে ৩৫ টাকা কেজির আলু ৪৫ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। হঠাৎ এমন দাম বেড়ে যাওয়ায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুই জন আলু ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আলুর দাম কেজি প্রতি পাঁচ-দশ টাকা কমিয়ে ৪০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: