পিরোজপুরে চোরাই সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ২

ট্রলারে প্রায় ১৪ থেকে ১৫‘শ সিমেন্টের প্যাকেট রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2022, 07:19 AM
Updated : 15 August 2022, 11:59 AM

পিরোজপুরে প্রায় দেড় হাজার বস্তা চোরাই সিমেন্ট বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে দুজনকে।

সদর উপজেলার হুলারহাট বন্দর এলাকার দামোদর খাল থেকে রোববার রাতে ট্রলারটি আটক করা হয় বলে পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলাম জানান।

আটকরা হলেন- ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকার আব্দুল রবের ছেলে ট্রলার চালক রুবেল হোসেন (৩৩) ও পিরোজপুর সদর উপজেলা লখাকাঠি গ্রামের সেলিম শেখের ছেলে ট্রলি চালক রিয়াজুল শেখ (২২)।

কাউন্সিলর বলেন, “কঁচা নদীর ভাণ্ডারিয়া শেষ প্রান্ত থেকে কাউখালী প্রান্ত পর্যন্ত একটি চক্র দীর্ঘদিন ধরে নদী পথে চোরাই মালামালের ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় চোরাই সিমেন্ট নিয়ে একটি ট্রলার হুলারবন্দর খালে প্রবেশ করে।

“পরে সিমেন্ট ট্রলার থেকে ট্রলিতে নামানোর সময় স্থানীয়রা ট্রলারটি আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিলে সিমেন্টগুলো উদ্ধার এবং ট্রলারের চালককে আটক করে।”

ট্রলারে প্রায় ১৪ থেকে ১৫‘শ সিমেন্টের প্যাকেট রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান নজরুল।

পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, ট্রলারে কী পরিমাণ সিমেন্ট আছে তা গণনার পরে জানানো যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।