ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটকের পর সোনার বারগুলো পাওয়া যায় বলে জানায় বিজিবি।
Published : 04 Mar 2025, 05:52 PM
চুয়াডাঙ্গা সদর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বারসহ দুই যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা বিজিবির প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।
আটকরা হলেন- দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের প্রয়াত খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে বাসে তল্লাশি করে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ১৮টি সোনার বার পাওয়া যায়।
জব্দ করা সোনার বারের ওজন দুই কেজি ৪১২ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা বলে জানান তিনি।
জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি শাখায় জমা দেওয়ার পাশাপাশি আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেন জানান বিজিবির এই কর্মকর্তা।