হাতি জনবসতি এলাকায় আসার খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী লোকজনের সঙ্গে তাহেরা বেগমও হাতি দেখতে বের হন।
Published : 22 Oct 2024, 01:23 PM
কক্সবাজারের চকরিয়ায় জনবসতি নেমে আসা বন্যহাতির আক্রমণের শিকার হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।
মারা যাওয়া তাহেরা বেগম (৬০) একই এলাকার সুলতান আহমদের স্ত্রী।
মেহেরাজ উদ্দিন বলেন, রাতে পার্শ্ববর্তী সংরক্ষিত বনের পাহাড় থেকে একটি হাতি জনবসতি এলাকায় আসার খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী লোকজনের সঙ্গে তাহেরা বেগমও হাতি দেখতে বের হন।
“তাহেরা বেগম ঘর থেকে বের হয়ে রাস্তায় পৌঁছা মাত্র বন্যহাতিটির সামনে পড়েন। এ সময় হাতিটি শুঁড় দিয়ে ধরে আটকে ধরে। পরে তাকে পায়ের নিচে পিষে আঘাত করে। “
“হাতিটি তাহেরা বেগমকে আঘাতের পর ঘটনাস্থল থেকে অন্যত্রে সরে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। ”
এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান বনরেঞ্জের এ কর্মকর্তা।