বরিশালে মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
Published : 22 Sep 2024, 11:11 PM
পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় না থাকলে সেটা সবার জন্যই ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আইনের মধ্যে সবাইকে চলতে হবে। শক্ত অ্যাকশন নেওয়া উচিৎ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। পাহাড়ে সব সময় সমস্যা ছিলো। সেখানে বাঙালি-অবাঙালি বাদে ১৩-১৪টি কমিউনিটি আছে। কেউ ছোট, কেউ বড়। তাদের মধ্যে সৌহার্দে্যর ব্যাপার আছে।
“সৌহার্দ্য বজায় রাখতে হলে অ-পাহাড়ি যারা আছে তাদের বুঝতে হবে পাহাড়িদের দুঃখ ও বেদনা। স্থানীয়ভাবে এই সৌহার্দ্য বাড়াতে হবে। কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। রক্তপাত বন্ধ করাটা বেটার।”
তিনি বলেন, “স্থানীয় প্রশাসন ও যারা (রাজনৈতিক দলের) নেতৃত্বে আছেন তাদের সবারই উদ্যোগ নিতে হবে। এটা অশান্ত হলে, সম্প্রীতি বজায় না রাখলে সবারই ক্ষতি। এটা সমাজের দায়িত্ব। আমরা অনেক রক্তপাত দেখেছি পাহাড়ে। মিলেমিশে থাকাট হচ্ছে বেটার।”
উপদেষ্টা সাখাওয়াত হোসেন রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
এ সময় তিনি নৌপরিবহন মন্ত্রণালয় প্রসঙ্গে বলেন, “১৫ বছরে দেশে পুকুর চুরি নয়, সমুদ্র চুরি হয়েছে বলে মনে হচ্ছে। প্রকল্পগুলোতেই বেশি সমস্যা প্রতীয়মান হচ্ছে। অনেক প্রকল্প রয়েছে যা সাধারণ মানুষ জানেও না। তা ছাড়া কেনাকাটায়ও বেশ দুর্নীতি হয়েছে।
“প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এতদিনের অনিয়ম থেকে বের হতে একটু সময় লাগবে। দেশকে সঠিক পথে পরিচালিত করতে সবার সহযোগিতা লাগবে।”
এর আগে তিনি একাডেমি ময়দানে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, বরিশাল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মোহম্মদ নজরুল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, দুবাই ও সিঙ্গাপুর দূতাবাসে মেরিনের নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে।
পরে উপদেষ্টা মেরিন একাডেমি চত্বরে একটি সফেদা গাছের চারা রোপণ করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।