আগামীতে খুচরা পর্যায়েও অভিযান চলবে বলে জানান, জেলা প্রশাসনের কর্মকর্তা।
Published : 04 Nov 2024, 08:01 PM
নাটোরের বড়াইগ্রামে গুদাম থেকে প্রায় তিন হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে; আদায় হয়েছে ২০ হাজার টাকা জরিমানা।
সোমবার দুপুরে বড়াইগ্রামের বনপাড়া বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে পলিথিন জব্দ করা হয় বলে জানান, নাটোর জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রিজু তামান্না।
“জব্দ পলিথিনের মূল্য প্রায় চার লাখ টাকা,” বলেন তিনি।
রিজু তামান্না বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনপাড়া বাজার সংলগ্ন নিরঞ্জন সরকারের গুদামে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন গুদামজাত করে রাখার দায়ে নিরঞ্জন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আগামীতে খুচরা পর্যায়েও এই অভিযান চলবে বলে জানান, জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।
অভিযানে জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বোরহান উদ্দিন ছিলেন।