ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
Published : 25 Jun 2024, 01:10 PM
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি আল মামুন বলেন, “কোটচাঁদপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকায় অজ্ঞাত পরিচয় একজনের খণ্ড-বিখণ্ড লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
“পরে পুলিশ গিয়ে সেখান থেকে তার শরীরের অংশ উদ্ধার করে। আর প্রায় এক কিলোমিটার দূরে রেলপথে তার মাথা পাওয়া যায়।”
ভোররাতে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
খবর পেয়ে যশোর থেকে রেল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে বলে আল মামুন জানান।