বিয়ের কয়েক মাসের মাথায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন ওই যুবক।
Published : 03 Oct 2024, 11:18 PM
স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত৷
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সালাহ উদ্দিন সুইট জানান৷
দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল (৩৪) চট্টগ্রামের চন্দনগাঁও এলাকার বাসিন্দা।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, প্রেমের সম্পর্কে খুলনার খালিশপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে (২৩) বিয়ে করেন রাসেল।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন রাসেল৷
সেখানে দাম্পত্য কলহের জেরে ২০২২ সালের ৪ নভেম্বর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন তিনি৷
এপিপি সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন৷