সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Published : 08 Aug 2023, 03:39 PM
বগুড়ায় গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে বাসা-বাড়িসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।
এদিকে টানা বর্ষণে গত ২৪ ঘণ্টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, শহরের সাতমাথা, স্টেশন রোড, শেরপুর রোড, বাদুরতলা, খান্দার, মালতি নগরসহ বিভিন্ন রাস্তায় এবং বাসায় পানি ঢুকে পড়েছে। এতে শহরজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
স্থানীয়রা জানায়, হঠাৎ এমন বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কর্মজীবীরাও অফিস যেতে না পেরে বিপাকে পড়েছেন। স্কুল-কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা।
সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক শফি মাহমুদ বলেন, কলেজে মূলভবন ও ছাত্রাবাসের সামনেসহ পুরো ক্যাম্পাস পানিতে থৈ থৈ করছে।
মালতি নগরের মেহেদী হাসান লিটন বলেন, ঘরে পানি ঢুকে খাটের নিচের দিকে অর্ধেকেরও বেশি ডুবে গেছে।
রিকশাচালক ইব্রাহীম মিয়া বলেন, “যাত্রী কম, কামাইও নাই। কোনও রকমে বৃষ্টিত ভিজি ভাড়া মারতাছি। তাছাড়া উপায়ও নাই, বাঁচা তো লাগব।”
এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “স্কুলে বাচ্চার পরীক্ষা আছে৷ তাই বাধ্য হয়েই তাকে নিয়ে বের হয়েছি৷ ২০ টাকার রিকশাভাড়া ৫০ টাকা দিয়ে আসতে হলো।”
আবহাওয়া অফিসের শাহ আলম বলেন, গত দুই বছরের মধ্যে বগুড়ায় এবার সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাব এবং নিম্নচাপ থাকায় বৃষ্টি আরও ২-১ দিন অব্যাহত থাকবে।