জয়পুরহাট সদর উপজেলায় সড়কের পাশে ওড়না দিয়ে ঢেকে রাখা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কড়ই-কাদিপুর এলাকায় হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি হুমায়ূন কবির।
নিহত ৪০ বছরের নারী আনোয়ারা বেগম দিনাজপুরের হাকিমপুর সাতআনা আলীরহাট গ্রামের সেলিম হোসেনের স্ত্রী ছিলেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি পাঁচবিবি উপজেলার সরাইলে বাবার বাড়িতে থাকতেন।
ওসি হুমায়ূন কবির জানান, সকালে হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশে ওড়না দিয়ে ঢাকা অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরও জানান, সুরতহালে নিহত আনোয়ারা বেগমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- অন্য কোনো স্থানে মৃত্যু হলে কে বা কারা তার মরদেহটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
তবে স্বাভাবিক কারণে তার মৃত্যু হয়েছে নাকি কোনোভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান ওসি।