আরেক কলেজ শিক্ষক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন।
Published : 16 Feb 2025, 11:17 PM
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটবাহী ট্রলি চাপায় কলেজ শিক্ষক নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্য এক শিক্ষক।
রোববার বিকালে উপজেলার জামালপুর বাজার এলাকার জামালপুর-বালিয়াকান্দি সড়কের আখ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন।
নিহত মো. হাসিবুল ইসলাম বুলবুল উপজেলার খালকুলা গ্রামের বাসিন্দা। আহত মো. জাহাঙ্গীর হোসেন একই উপজেলার খামার মাগুরা গ্রামের ইয়ার আলীর ছেলে। দুজনই জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক।
স্থানীয়দের বরাতে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, বিকাল ৪টার দিকে কলেজের শিক্ষক হাসিবুল ইসলাম বুলবুল ও জাহাঙ্গীর হোসেন একই বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। তারা জামালপুর বালিয়াকান্দি সড়কের আখ সেন্টারের সামনে এলে ইটবাহী একটি ট্রলি বাইকটিকে চাপা দেয়। এতে শিক্ষক হাসিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসি মো. জামাল উদ্দিন বলেন, “ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রলি চালক পলাতক।”