সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী।
Published : 31 Jan 2025, 12:35 AM
শৈশব থেকে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা তৈরি করতে পাঠ্যপুস্তকে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মূল্যবোধ সম্পর্কিত অধ্যায় যুক্ত করার কথা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, “শৈশবকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা গড়ে তুলতে আমরা শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছি। পাঠ্যপুস্তকে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মূল্যবোধ সম্পর্কিত অধ্যায় যুক্ত করা হবে।”
বৃহস্পতিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে মতবিনমিয় ও সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে আমিনুল ইসলাম বলেন, “দেশ প্রেমের চেয়ে বড় কিছু হয় না। দেশের জন্য ভালো কিছু করতে হলে মূল্যবোধ থাকা প্রয়োজন। এ মূল্যবোধ তৈরি হয় শৈশব কালে।
“কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ পরিবারে মূল্যবোধের ঘাটতি রয়েছে। স্কুলে শিক্ষকরা তাদেরকে মূল্যবোধ শিক্ষা দিবে। কিন্তু দেখা যায়, সেখানেও অনেক শিক্ষকের মূল্যবোধ বলতে কিছু নেই।”
শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, “দেশে যাতে শিক্ষিত বেকার তৈরি না হয়। এজন্য এসএসসি ও এইচএসসির পর শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দানের ব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে তারা শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে সহজে ঢুকতে পারে।
“বিশ্বে নার্সদের বিশাল চাহিদা রয়েছে। কেয়ারগিভার হতে হলে ভালো যোগাযোগ দক্ষতা থাকা লাগবে। ভালো ইংরেজি জানা লাগবে। এজন্য ব্রিটিশ কাউন্সিলসহ বিভিন্ন সংস্থা আমাদের হেল্প করে যাচ্ছে।”
এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে উল্লেখ করে তিনি বলেন, “সামনে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের যুগ কড়া নাড়ছে। একটা ভাল খবর হচ্ছে, ইতিমধ্যে দেশের অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এআই নিয়ে কাজ করছে। তবে গতি কম।
“আমি আশা করছি শাহজালাল বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়গুলোর উপর জোর দিবে। দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের পথিকৃৎ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের কাজ করার সুযোগ রয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছলিম মো. আবদুল কাদিরের সঞ্চালনায় সভায় উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এসহাক মিয়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনের সফরে এসেছেন। সফরে প্রথম দিন মতবিনিময় ও সংবর্ধনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক হাজার আসন বিশিষ্ট দুটি আবাসিক হল নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। বিকালে প্রশাসনিক ভবন-১ এর সংবাদ সম্মেলন কক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
৩১ জানুয়ারি রাজনীতি, সমাজ এবং উন্নয়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে ডিন, বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করবেন আমিনুল ইসলাম। এরপর ১ ফেব্রুয়ারি গবেষণা ও উদ্ভাবন বিষয়ক ১২তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।