তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
Published : 17 Oct 2024, 01:06 PM
খাগড়াছড়িতে এক বাবুর্চিকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে দীঘিনালার পোমাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা একই এলাকার মৃত বদন ত্রিপুরার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যাণ সংসদসহ তিনটি সংগঠন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নিহতের ছেলে হিরাময় ত্রিপুরা বলেন, “কাজ থাকলে বাবা প্রায়ই রাত করে বাড়ি ফিরতেন, কোনো কোনো দিন ফিরতেন না। গত রাতেও তিনি বাড়ি ফেরেননি। ভোরে একজন অটোরিকশাচালক বাড়ি এসে রাস্তায় বাবার লাশ পড়ে থাকার খবর দেন।“
ওসি মো. জাকারিয়া বলেন, “স্থানীয়রা আমাদের জানান, গভীর রাতে একটা গুলির শব্দ পেয়েছেন। ভয়ে কেউ ঘর থেকে বের হননি। খবর দেওয়ার পর সকালে গিয়ে আমরা নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার লাশ উদ্ধার করি। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে জানিয়ে ওসি আরো বলেন, “আমরা লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠাব।“
অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান দীঘিনালা থানার ওসি জাকারিয়া।