ওই নারী টনসিল অপারেশনের জন্য সকালে হাসপাতালে ভর্তি হন।
Published : 23 Dec 2022, 09:04 PM
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল ভাঙচুর করেছে স্বজনরা।
শুক্রবার সন্ধ্যায় শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
মৃত লাকী আক্তার (৩০) শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার সোহেল মোরশেদের স্ত্রী।
লাকীর বাবা বাদশা মিয়া বলেন, তার মেয়ে টনসিল অপারেশনের জন্য সকালে ওই হাসপাতালে ভর্তি হন। বেলা ৩টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন করার কথা ডা. মিজানুর রহমানের।
“সন্ধ্যা হয়ে গেলেও অপারেশন থিয়েটার থেকে রোগীকে স্বজনদের কাছে না দিলে সন্দেহ হয়। পরে আমরা অপারেশন থিয়েটারে প্রবেশ... মেয়েকে মৃত অবস্থায় পাই।”
বাদশা মিয়া এ ঘটনায় চিকিৎসকের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এ ঘটনার পর রোগীর বিক্ষুব্ধ স্বজনরা এসে হাসপাতালে ভাঙচুর চালায় বলে জানান ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
তিনি আরও বলেন, “হাসপাতালে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বজনরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।“